Updated 3 July 2021 Add Email Verification
আপনারা যারা যারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেছেন সঠিক ইমেইল যদি না দিয়ে থাকেন তাহলে সঠিক ইমেইল টি অ্যাকাউন্ট সেটিং এ যেয়ে অ্যাড করে নিবেন। আমাদের ওয়েবসাইটের সকল আপডেট আমরা ইমেইলে দিয়ে থাকি। ইমেইল যদি ভুল দেওয়া থাকে তাহলে আমরা একটি কনফার্মেশন ইমেইল পাঠাবো ইমেইলে প্রবেশ করে আপনাকে অ্যাকাউন্ট টি এক্টিভেট করে নিতে হবে।
তাছাড়া সঠিক ইমেইল না দিলে আমরা অ্যাকাউন্ট ব্যান করতে বাধ্য হবো। ইমেইল সঠিক থাকলেও যদি আপনার অ্যাকাউন্টে লগিন করতে সমস্যা হয় তাহলে হেলপ অপশনে যেয়ে হেলপ অ্যাকাউন্ট লগিন ইস্যু অপশনে লগিন করার চেস্টা করবেন। আপনি চাইলে নিজে নিজেও ইমেইল কনফার্মেশন ইমেইল পাঠানোর মাধ্যমে পুনরায় অ্যাকাউন্ট এক্টিভ করতে পারবেন। https://www.bangladeshischool.com/my-account/